বিশিষ্ট ক্রীড়া সংগঠক লায়ন দিদারুল আলম চৌধুরীর নেতৃত্বে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট টিম। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্লাইন্ড ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্লাইন্ড ক্রিকেট টি-টোয়েন্টি বিশ^কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ক্রিকেট টিম সহ কর্মকর্তা ও সংগঠকদের নেতৃত্ব দিচ্ছেন দিদারুল আলম চৌধুরী। তিনি ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের ১৭ জনের স্কোয়াডে টিম অফিসিয়াল হিসাবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী দলনেতার দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে আছেন ম্যানেজার ফজলে রাব্বি মোফাশা, প্রধান কোচ সানোয়ার আহমেদ ও ফিজিওর দায়িত্ব পালন করবেন নাজমুল কবির।
দিদারুল আলম চৌধুরী তার ক্রিকেট টিম সহ বিমানে উঠার আগে দেশবাসীর কাছে ব্লাইন্ড ক্রিকেটাররা যাতে ব্লাইন্ড ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি পিসিএলকে বলেন, সকল প্রক্রিয়া শেষে আমরা বিমানে উঠার অপেক্ষায়। ব্লাইন্ড ক্রিকেটাররা যাতে দেশের সম্মান বৃদ্ধি করতে পারে, ভারতের মাটি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরতে পারে সেজন্য দেশবাসীর শুভ কামনা চাই।
দিল্লিতে ৬ ডিসেম্বর শুরু হবে এই টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। ৫ ডিসেম্বর বিকাল ৩ টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে দিল্লিতে। বাংলাদেশের প্রথম খেলা ৭ ডিসেম্বর সকাল ১০টায় নেপালের বিরুদ্ধে।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের দলনেতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী আরো বলেন, আমাদের লক্ষ্য অবশ্যই ফাইনাল খেলা। এজন্য সব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশকে খেলতে হবে। আমরা আমাদের লক্ষ্য অর্জনে অটুট। প্রতিপক্ষকে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য আমার দলের ছেলেরা প্রস্তুত। গত এক বছর নিবিড় অনুশীলনের মধ্যে ছিল খেলোয়াড়রা। ভালো খেলে সম্ভাব্য সেরা সাফল্য পেতে আত্মবিশ্বাসী পুরো ক্রিকেট টিম।
তিনি বলেন, আমরা ভারতে যাওয়ার আগে পর্যন্ত বিকেএসপিতে ১০ দিনের বিশেষ ক্যাম্প করেছি। ব্লাইন্ড ক্রিকেটাররা এর আগে কক্সবাজারে ও চট্টগ্রামেও অনুশীলন ক্যাম্প করেছে।
Discussion about this post