চট্টগ্রাম, ৬ ডিসেম্বর, ২০২২:
এখন থেকে স্পাইন চিকিৎসার জন্য বিদেশ পাড়ি দিতে হবে না বলে নিউরো স্পাইন সোসাইটির সংবাদ সম্মেলনে নিউরো বিশেষজ্ঞগণ জানিয়েছেন। তারা বলেছেন, দেশেই উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন একদল প্রখ্যাত নিউরো সার্জারি চিকিৎসক।
নিউরো স্পাইন সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন বলেন, মেরুদ- ও মাংসপেশি মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এদের সঙ্গে পুরো শরীর কোনো না কোনভাবে সম্পৃক্ত। তাই মেরুদ-ে কোন সমস্যা হলে তার প্রভাব পড়ে পুরো শরীরে। আর এ সমস্যার চিকিৎসাও বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। কিন্তু মেরুদ-ের ছোট সমস্যা নিয়েও সাধারণ মানুষ বিদেশ পাড়ি দিচ্ছেন। তবে সুখবর হচ্ছে বাংলাদেশেও এখন মেরুদ-ের শতভাগ চিকিৎসা সেবাদানে স্বনির্ভর।
চট্টগ্রামে প্রথমবারের মতো নিউরো স্পাইন সোসাইটির জাতীয় বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সোমবার (৫ ডিসেম্বর) নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে এসব তথ্য জানান।
তাদের দু’দিন দিনের এ সম্মেলনে দেশের প্রখ্যাত নিউরো সার্জারি ও স্পাইন চিকিৎসক, গবেষক ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ অংশ গ্রহণ করার কথা ছিল।
ডা. কামাল উদ্দিন আরও বলেন, বর্তমানে উন্নত বিশে^র দেশগুলোর মতো মেরুদ-ের চিকিৎসা ও অপারেশন পদ্ধতি এবং সেবাদান কার্যক্রম তথা নিউরো স্পাইনের সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচার-প্রচারণা না থাকায় দেশের মানুষ পাশর্^বর্তী দেশ ভারতসহ অন্যান্য দেশে এ সেবা গ্রহণের জন্য পাড়ি দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে- বারবার ফলোআপ করতে না পারায় তাতে করে সাধারণ রোগীদের একদিকে আর্থিক ও শারীরিক ক্ষতিও হচ্ছে। তবে বাংলাদেশে এখন প্রখ্যাত নিউরো স্পাইনের সেবাদানের জন্য এবং এ সেবাকে স্থানীয় পর্যায়ে পৌঁছাতে সার্বিক কাজ করে যাচ্ছে নিউরো স্পাইন সোসাইটি। আমরা চাই বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে বিশ্বমানের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে।
নিউরো বিশেষজ্ঞদের অভিমত- দেশের প্রখ্যাত চিকিৎসকদের সঙ্গে নবাগত সার্জনদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করার মাধ্যমে মেরুদ- ও উন্নত বিশে^র সার্জারিগুলোর বিষয়ে নতুন সার্জনরা হাতেকলমে শিখতে পারবে।
এজন্য তারা নবাগত সার্জনদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান, মেরুদ-ের বিভিন্ন রোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা, বাংলাদেশে বিদ্যমান এ সংক্রান্ত সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ, দেশের সকল জেলায় মেরুদ-ের অপারেশনের ব্যবস্থা তৈরি করতে সরকারি-বেসরকারি সকলের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আনিসুল ইসলাম খান এতে বক্তব্য রাখেন।
ডা. আনিসুল ইসলাম খান বলেন, চট্টগ্রামে ৩০ থেকে ৪৫ শতাংশ স্পাইন বা মেরুদ-ের রোগী আছে। এসব রোগীদের সেবা নিশ্চিত করছেন আমাদের নিউরো সার্জনরাই। সাধারণ মানুষের মধ্যে বিদেশ গমনের একটা প্রবণতা আছে, কিন্তু মেরুদ-ের জটিল রোগের চিকিৎসা দেশেই সম্ভব হচ্ছে। অযথা বিদেশ গিয়ে মানুষ আর্থিক ও শারীরিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। নিউরো স্পাইন সোসাইটি আধুনিক চিকিৎসা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে।
অধ্যাপক ডা. নোমান খালেদ বলেন, চমেক হাসপাতালে স্বতন্ত্র নিউরো স্পাইন বিভাগ চালুর কাজ চলছে। এ বিভাগ চালু হওয়ার পেছনে সম্মিলিতভাবে কাজ করেছে নিউরো স্পাইন সোসাইটি ও নিউরো সার্জারি সোসাইটি। এটি অবশ্যই চট্টগ্রামের জন্য একটি সুখবর। এটি চালু হলে মেরুদ-ের চিকিৎসা সেবা আরও গতি আসবে। যদিও আগে থেকেই সার্জারি বিভাগেই মেরুদ-ের সমস্যাকৃত রোগীদের সেবা প্রদান করা হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম, ডা. সাইফুল আলম, ডা. মাহফুজুল কাদের, নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সিরাজুম মনির ওহি, মাজেদ সুলতান, সহকারী রেজিস্ট্রার ডা. জয়দেন কুমার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ইসমে আজম জিকু প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post