চট্টগ্রাম,১৫ ডিসেম্বর, ২০২২:
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওডিআই সিরিজ জয়ের পর গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট ম্যাচ। ৫ দিন ব্যাপি টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুতেই টস জিতে ব্যাটিং করতে নামে ভারত। প্রথমেই বাংলাদেশের দুর্দান্ত বোলিং ধরাশায়ী করে ভারতের টপ অর্ডার ব্যাটারদের। কিন্তু পরবর্তীতে শ্রেয়াস আইয়ারের ৮২ রান ও চেতেশ্বর পুজারার ৯০ রানের দুর্দান্ত ইনিংসের পর ভারতের প্রথম দিনের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ২৭৮ রান। ১৫ ডিসেম্বর দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন ৫৮ এবং কুলদীপ যাদব ৪০ রানে ভারত আরো ১২৬ রান যোগ করে। এবং ভারতের প্রথম ইনিংস গিয়ে দাঁড়ায় ৪০৪ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।দুইজনই ৪ উইকেট করে শিকার করে।
অন্যদিকে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ টাইগাররা আবারো ব্যর্থতার পরিচয় দেয়। ব্যাটিংয়ের প্রথম বলেই প্রথম উইকেট দিয়ে বসেন নাজমুল হোসেন শান্ত। এর পর আস্তে আস্তে দিন শেষ হতে হতে সব উইকেট পড়তে থাকে। সবশেষে স্কোরবোর্ডে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ১৩৩ রান। এখনো খেলা ৩ দিন বাকি আছে। ফলাফল নির্ধারণের এখনো সময় আছে। গত ওডিআই সিরিজে যেভাবে টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে সেভাবে আবারো ঘুরে দাঁড়াতে পারলে এখনো সম্ভব ফলাফল বাংলাদেশে পক্ষে ফিরিয়ে আনা। কিন্তু সেটা কতটা সম্ভব তা দেখতে অপেক্ষা করতে হবে।
Discussion about this post