চট্টগ্রাম,২০ ডিসেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০ ডিসেম্বর সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় ২১ টি ইভেন্টে ১০ টি দলের প্রায় ১২০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি থেকে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস এর সাবেক সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, অ্যাথলেটিক্স কমিটির সদস্যবৃন্দসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post