চট্টগ্রাম,৭ জানুয়ারি, ২০২৩:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অদ্য ৭ জানুয়ারী ২০২৩খ্রি. সকাল ১০ টায় সিজেকেএস কনভেনশন হল এ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আন্ত:উপজেলা চট্টগ্রাম ব্যাডমিন্টন (তরুণ ও তরুণী) ইভেন্টের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আন্ত:উপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো: হাফিজুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো: দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল, ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য নিমশান জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Discussion about this post