চট্টগ্রাম, ৮ জানুয়ারি, ২০২৩:
কোয়ালিটি অনুর্ধ্ব-১১ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ৮ জানুয়ারি, সকালে চাঁন্দগাঁও কোয়ালিটি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। খুদে ক্রিকেটারদের এই ক্রিকেট উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজেরা-তজু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল মনসুর। প্রধান অতিথি লায়ন দিদারুল আলম চৌধুরী এমজেএফ টুর্নামেন্টের উদ্বোধনকালে বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের বেড়ে উঠতে দারুণ সাহায্য করে। আজকের তরুণ সমাজ প্রযুত্তিপণ্যে আকৃষ্ট হচ্ছে। নিয়মিত এ ধরনের আয়োজন করে তাদের মাঠে রাখা গেলে একজন শিশু-কিশোর যেমন শারীরিকভাবে ফিট হয়ে উঠবে তেমনি তাদের সুষম মানসিক বিকাশ শিক্ষা জীবনেও কাজে লাগবে। খুদে ক্রিকেটার এমন আয়োজনের জন্য তিনি কোয়ালিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আসরের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২৬ রানে হারায় রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে। আগে ব্যাট করে বিজয়ী দল আওসাফের ১৬ বলে ২৪ রানে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে ১২২ রান সংগ্রহে সক্ষম হয়। রাইজিংয়ের পক্ষে কায়েস ২৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি পুরো কুড়ি ওভার খেললেও ৯ উইকেটে স্কোরবোর্ডে জমা করতে পারে ৯৬ রান। যে কারণ ২৬ রান পিছিয়ে থেকে আসরে হার দিয়ে শুরু করতে হয় তাদের। বিজয়ী দলের আবির ৪ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট লাভ করে ম্যাচ সেরা নির্বাচিত হন। বিজ্ঞপ্তি
Discussion about this post