চট্টগ্রাম, ১৩ জানুয়ারি, ২০২৩:
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তৃতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্যমেলা ২০২৩ আগামীকাল থেকে চট্টগ্রাম আবাহনী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ জানুয়ারি বিকাল চারটায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই মেলা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। তারা আজ সকালে আগ্রাবাদ হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, মেলায় বাহারি সাজসজ্জায় ছোট বড় ৩০০টি স্টল ও ৮টি প্যাভেলিয়ন থাকবে। যেখানে বৈচিত্র্যময় পণ্যের বিক্রি ও প্রদর্শন করা হবে।
সিডব্লিউসিসিআই’র সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এই সম্মেলনের লিখিত বক্তব্যে সিএমএসএমই ট্রেড ফেয়ারের চেয়ারপার্সন জেসমিন আক্তার লিখিত বক্তব্যে আরও জানান, মেলায় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রবিশেষে স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। মেলায় প্রবেশের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। শেষ দিন মেলার ড্র অনুষ্ঠিত হবে। সেখানে মোটর সাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। মেলায় শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ সব সহায়তায় স্থাপন করা হয়েছে তথ্যবুথ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই’র জ্যেষ্ঠ সহ সভাপতি আবিদা মোস্তফা, ডা. মুনাল মাহবুব, সহ-সভাপতি রেখা আলম চৌধুরী, সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তাবৃন্দ। কাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, এম. এ. লতিফ এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব (সাবেক এমপি), এসএমই ফাউন্ডেশন’র চেয়ারপার্সন, ড. মো. মাসুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং সিএমএসএমই ব্যাংকিং স্পেশালিস্ট আলী সাবেত। সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তারা বলেন,
সি এমএসএমই খাতের উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে সরকারের নানা কর্মকা-ের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো ইতিমধ্যে এই খাতের উন্নয়নে এগিয়ে এসেছে। বাংলাদেশের মত জনসংখ্যা অধ্যুষিত দেশে বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নাই।
এসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে লক্ষ্যে ৩য় বারের মত আয়োজন করা হচ্ছে সিএমএসএমই মেলা। ২০২১ সালে প্রথমবার এই মেলার আয়োজন করেছিল মহিলা চেম্বার। এবছর আরো বর্ধিত কলেবরে এই মেলা আয়োজন করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানান।
Discussion about this post