চট্টগ্রাম, ১৩ জানুয়ারি,২০২৩:
ঢাকার পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও মেট্রোরেল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি এপ্রিলে কর্ণফুলী টানেল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান। আজ ১৩ জানুয়ারি, শুক্রবার নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওবায়দুল কাদের বলেন, বন্দরনগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ। ঢাকায় মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠেছে সেটা আপনারা দেখেছেন। চট্টগ্রামেও মেট্রোরেল হচ্ছে,ফিজিবিলিটি টেস্ট প্রায় শেষ। ৩১ জানুয়ারি আমি আসব, মেট্রোরেলের ফিজিবিলিটি শেষে পরবর্তী করণীয় ঠিক করব সেদিন। এখানকার নেতারা থাকবেন, তথ্যমন্ত্রীও থাকবেন।’
একবছর আগে একনেক সভায় নগরীতে মেট্রোরেল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে মেট্রোরেল করতে চাইলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের। একইসাথে সরকারি বিভিন্ন দপ্তরের এগিয়ে আসা ছিলো চোখে পড়ার মত। মাঝে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কোরিয়ান এক প্রতিষ্ঠান নিজেদের টাকায় সমীক্ষা করার কথা জানালে প্রস্তাব তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। এমন তথ্য প্রকাশের পরেই হুট করে চীনা এক প্রতিষ্ঠানের অর্থায়নে মেট্রোরেলসহ উপ-শহর গড়ার প্রস্তাবের কথা সামনে আনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। চীন নাকি কোরিয়ান প্রতিষ্ঠান- সেই ঠেলাঠেলির মাঝেই একনেকে অনুমোদন হয় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক প্রকল্প। তবে চসিক বা সিডিএ নয়, সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে কোরিয়ান এক প্রতিষ্ঠান সমীক্ষাটি চালাচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্র।
সর্বশেষ গত ২২ নভেম্বর একনেকে অনুমোদন হয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক প্রকল্প।
মত বিনিময় সভায় সেতুমন্ত্রী কর্ণফুলী টানেলের ব্যাপারেও কথা বলেন। চট্টগ্রামের কর্ণফুলি টানেলের ৯৫ শতাংশ কাজ শেষ জানিয়ে মন্ত্রী বলেন, এখন হচ্ছে শেষ মুহূর্তের কিছু কাজ। প্রায় ৯৫ ভাগ কাজ শেষ। কোনো দুর্ঘটনা যাতে না হয় সেজন্য টানেলে প্রবেশের পূর্বে যানবাহন স্ক্যান করা হবে। সেই স্ক্যানার বসানোর কাজ চলছে এপ্রিলে বা মে মাসে আমরা সর্ব সাধারণের জন্য খুলে দিতে পারব।”
এছাড়া ২৪ ফেব্রুয়ারি টানেল উদ্বোধন হতে পারে বলে তিনি জানান। ছবি: ফাইল ছবি
Discussion about this post