এমন যদি হতো
সব কিছুই ঘটতো আমার মতো,
মেঘে ডাকার আগে যদি
জলের ফোঁটা পড়তো।
বিনাশ্রমে পারিশ্রমিক যদি
কোনভাবে জুটতো,
তেল গ্যাস ছাড়া যদি
মোটর যান চলতো।
রাত পোহাবার আগে যদি
প্রভাতপাখী ডাকতো,
বায়ু তরঙ্গ ছাড়া যদি
পালের তরী ভাসতো।
রোগব্যাধি ছাড়া যদি
এই দেহটা থাকতো,
ক্ষুধার জ্বালা কভু যদি
পেটে নাহি আসতো।
দ্বন্দ্ব সংঘাত হিংসা বিদ্বেষ
যদি না থাকত সমাজে,
মানুষ যদি ঝাঁপিয়ে পড়তো
আরেক জনের কাজে।
পরীক্ষা পদ্ধতি ছাড়া যদি
পড়ালেখা চলতো,
শিক্ষার্থীদের শিক্ষা জীবন
কত না মধুর হতো।
সবাই দেখি আগে হাঁটে
আমি কেন পিছে,
বিবেক বলে কর্ম ছাড়া
তোমার স্বপ্ন মিছে।
অসহায়ের আর্তনাদ
দাম বৃদ্ধি সব জিনিসের
লাগাম টানবে কে?
দাম কমানো কর্ম যাদের
তাদের দেখি না যে।
আজকে যাহা কিনতে পারি
শত টাকা দরে,
খুব সহজে দশ বিশ টাকা
কালকে কিন্তু বাড়ে।
আয় বাড়ে না দাম বাড়ে
খরচ তো সব আগের মতো,
পড়া থাকা রোগের কথাও বাদ
পেটে আর মানবে না তো।
আমরা যারা উপর তলায়
মোদের ভাবনা তেমন নাই,
কেমন করে মূল্য বাড়ে
কেউ জানে না
অসহায়তো সব
গাছতলায়।
বিলাস কান্তি দাস: কবি ও প্রাবন্ধিক বিলাস কান্তি দাস চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিক্ষক। রাউজানের উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
Discussion about this post