চট্টগ্রাম, ১০ মার্চ ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লিবার্টি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ ১০ মার্চ সকালে ১ম বিভাগ ও প্রিমিয়ার ভলিবল লীগ ২০২২-২৩ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ১ম বিভাগের ৬টি ও প্রিমিয়ার বিভাগের ৬টি মোট ১২টি খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান লিবার্টি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ।
সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দীন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস-এর সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, লুৎফুল করিম সোহেল, জাফর ইকবাল, আরিফ আহমেদ চৌধুরী, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শোয়াইব, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ সহ অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post