চট্টগ্রাম, ৬ এপ্রিল, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লি. এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ আজ ৬ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়–য়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করেন। ক্রিকেট কমিটির ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক ছাড়াও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post