চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২৩:
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অ-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ১১ নভেম্বর দিনের প্রথম খেলায় রাউজান বালিকা দল ২-০ গোলে রাঙ্গুনিয়া বালিকা দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। কাল ১২ নভেম্বর জেলা পর্যায়ের ফাইনালে লোহাগাড়া বালিকা দলের মোকাবেলা করবে। দিনের ২য় খেলায় হাটহাজারী ও রাউজান বালক দলের খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকায় সাডেন ডেথে ৯-৮ গোলে হাটহাজারী বালক দল জয় লাভ করে। তারা কাল ১২ নভেম্বর বিকাল চারটায় জেলা পর্যায়ের ফাইনালে আনোয়ারা উপজেলা বালক দলের মোকাবেলা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সাবেক সিটি মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
Discussion about this post