চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৪:
অস্ট্রেলিয়ার আইসিসি সিডনিতে গত ১১-১৫ নভেম্বর অনুষ্ঠিত 17th International Symposium on Veterinary Epidemiology and Economics-এ চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মেডিসিন ও সার্জারি বিভাগের এপিডেমিওলোজি বিষয়ের দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সিম্পোসিয়ামটির এবারের প্রতিপাদ্য ছিলো “Veterinary Epidemiology and Economics down under, in leaps and bounds!”
সিভাসু’র ২০-তম ব্যাচের ডাঃ মেহেরজান ইসলাম ও ২২-তম ব্যাচের ডাঃ ফাতেমা জান্নাত নওশীন- বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক সিম্পোসিয়ামে অংশ নেন। প্রাথমিকভাবে, তাদের সাইন্টিফিক এবস্ট্রাক্ট ওরাল প্রেজেন্টেশানের জন্যে বাছাই করার পর তারা উক্ত সিম্পোসিয়ামে অংশ নেন। তারা উভয়ই ওয়ান হেলথ্ পোল্ট্রি হাব, বাংলাদেশ প্রজেক্টের অধীনে কর্মরত এবং প্রজেক্টের অর্থায়নে তারা উক্ত সিম্পোসিয়ামে যোগ দেয়।
বিশ্বে ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট ও পাবলিক হেলথ বিশেষজ্ঞদের জন্যে আয়োজিত অন্যতম এই সিম্পোসিয়ামটি প্রতি ৩ বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবার প্রায় ৬৪টি দেশের ৭৫০ জন ডেলিগেটস্ অংশ নেন। আগামী ISVEE18 দক্ষিণ আফ্রিকার রাজধানী কেইপটাউন শহরে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ওয়ান হেলথ্ পোল্ট্রি হাব বাংলাদেশের সমন্বয়ক হচ্ছেন অধ্যাপক মোঃ আহসানুল হক (মেডিসিন ও সার্জারি বিভাগ); পরিচালক, ওয়ান হেলথ্ ইন্সটিটিউট, সিভাসু। বিজ্ঞপ্তি
Discussion about this post