চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২২:
হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা ও গবেষণার লক্ষ্যে চট্টগ্রামে বিশ্বমানের ও আধুনিক হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলছে দফায় দয়ায় বৈঠক। হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য ড. আহমদ কায় কাউস। মূলত তার কর্ম তৎপরতায় ইতিমধ্যে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনে ৫/৬টি বৈঠক হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামী ২৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে হার্ট ফাউন্ডেশনের সেবা কার্যক্রম। নগরীর গোলপাহাড় মোড়ের ফাউন্ডেশনের অস্থায়ী হাসপাতালের আউটডোর সেবাদানের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।
এজন্য একদল বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালের কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য সম্মতি প্রদান করেন।
এছাড়া হার্ট ফাউন্ডেশনের মূল অবকাঠামো তৈরির জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান সলিমপুরে ১০ একর জায়গা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায় কাউসকে।
গর্বশেষ গত ৩ নভেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ অডিটোরিয়ামে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা ফাউন্ডেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় তিনি হার্ট ফাউন্ডেশনের অফিস এবং আউটডোর সেবার কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় ড, আহমদ কায় কাউস বলেন, স্বাধীনতার ৫০ বছর বিলম্ব হলেও চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম শুরু করার সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার বাবা এবং শ^শুর দুইজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন থেকে চট্টগ্রামে একটি উন্নত হৃদরোগ হাসপাতাল গড়ার স্বপ্ন দেখে যাচ্ছি। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে।
তিনি চট্টগ্রামে এই হার্ট ফাউন্ডেশন হাসপাতাল বিশ^মানের ও আধুনিক হাসপাতাল বলে জানান।
যা বাস্তবায়ন হলে চট্টগ্রামবাসীকে আর ঢাকা কিংবা বিদেশ যেতে হবে না। সেখানে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্বমানের আধুনিক সেবা। বিশেষ করে এই হাসপাতালটি চট্টগ্রামবাসীর কল্যাণে কাজ করে যাবে।
এজন্য মুখ্য সচিব হার্ট ফাউন্ডেশন গঠনে চট্টগ্রামের ব্যবসায়ী ও শিল্পপতিদেও সঙ্গে রখেছেন।
এই হার্ট ফাউন্ডেশনের জনসংযোগ সম্পাদক হিসাবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবু তৈয়ব। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম।
একইসঙ্গে জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত হাসপাতালের জন্য জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসক চট্টগ্রামকে পত্রের মাধ্যমে অনুরোধ করলে ১০ একর জায়গা বরাদ্দের জন্য সভায় অঙ্গীকার করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ডা. প্রবীর কুমার দাশ ফাউন্ডেশনের বিগত চার মাসের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় মুক্র সচিব হার্ট ফাউন্ডেশনের অফিস এবং আউটডোর সেবার কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
Discussion about this post