মাদক মামলায বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিখান খানের জামিন মিলেছে। তার সাথে জামিন দেয়া হয়েছে তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারকে। আজ বৃহস্পতিবার তৃতীয় দফায় শুনানির পর মুম্বাই হাইকোর্ট তাদের জামিন দেয়।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদ তরী থেকে আটক করা হয়েছিল আরিয়ান খানকে। এরপর ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখায় ভারতের কেন্দ্রিয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর ৮ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন তিনি। এনসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন, গোয়াগামী জাহাজটি মুম্বাই ত্যাগ করার পর পার্টি শুরু হয় আর তারপর থেকে তারা সাগরেই ছিল।
গ্রেপ্তারের পর আনন্দবাজার পত্রিকা জানিয়েছিল, প্রমোদতরীর পার্টিতে মাদক নিয়েছেন বলে স্বীকার করেছেন ২৩ বছর বয়সী আরিয়ান। ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তিনি এ স্বীকারোক্তি দেন।
আরিয়ানকে ধরতে যাত্রীর ছদ্মবেশে এনসিবির একটি টিম কর্ডেলিয়া জাহাজে উঠেছিল। সংস্থাটি জানিয়েছে, জাহাজের ওই পার্টি থেকে একসট্যাসি, কোকেইন, এমডি (মেফিড্রোন) ও চরস জব্দ করা হয়।
তবে জামিন মঞ্জুর হলেও আজ বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই আজই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ান ও তার বন্ধুরা। আগামীকাল (২৯ অক্টোবর) বা পরের দিন জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান।
শাহরুখ খানের তিন ছেলেমেয়ের মধ্যে আরিয়ান সবার বড়। আরিয়ান খানকে গ্রেপ্তারের পর থেকে প্রতিদিনই ভারতের গণমাধ্যমের বড় অংশ জুড়ে খবর থাকত আরিয়ান খানকে নিয়ে। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনও সরগরম হয়ে উঠে।