চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২২:
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর (অ-১৫) ফুটবল লীগ ২০২২, আজ ২১ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উাদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরন, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, মকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, কল্লোল দাশ, আব্দুর রশিদ লোকমান, জাহেদ হোসেন, এস.এম. ইকবাল মোর্শেদ, সিডিএফএ কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ২-১ গোলে আলোর ঠিকানাকে পরাজিত করে লীগে সূচনা করে। বিজ্ঞপ্তি
Discussion about this post