চট্টগ্রাম, ১৬ এপ্রিল, ২০২৩:
সারাদেশে ভয়ঙ্কর গরমে অতিষ্ট মানুষ। ‘গরমে সিদ্ধ’ মানুষ কোথাও গিয়ে শান্তি পাচ্ছেনা। প্রখর সূর্যতাপে পুড়ছে চারপাশ। আকাশে মেঘের দেখা নেই। বাতাস প্রায় আর্দ্রতাশূন্য। আজও দেশের সর্ব্বোচ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। যা ৪১ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ছিল এরচেয়েও বেশি ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টানা ১৪ দিনে দেশের সব্বোর্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এটি গত দশ বছরে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড।
চট্টগ্রামে আজ দেশের সর্ব্বোচ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে এই তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আবহওয়ায় অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আবহাওয়ার এমন সম্ভাব্য গতিপ্রকৃতির তথ্য জানিয়ে বলেন, ২০১৪ সালে যশোরে তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক দুই ২ ডিগ্রি সেলসিয়াসে। ৯ বছর পরে আবারও চুয়াডাঙ্গায় এই তাপমাত্রা উঠলো। আগামি দিনগুলোতে তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা আছে, তবে তাপমাত্রা কমবে না। তীব্র তাপপ্রবাহ চলাকালে প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়া পরামর্শ দেন তিনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের গরমের ধরন ভিন্ন। বাতাসে আর্দ্রতা নেই। এ সময় বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু প্রবাহিদ হবার কথা। তার উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প ও আর্দ্রতা না থাকার কারণে গরমে পুড়ে গেলেও কোনো ঘাম হচ্ছে না। এই তাপমাত্রার এটা অন্যরকম বৈশিষ্ট্য।
চট্টগ্রামে আগামী কাল তাপমাত্র আরও বাড়বে। সেটা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পাওে বলে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে।
Discussion about this post