চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এশিয়ান গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় আজ ২৫ জুন সিজেকেএস জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল পুরুষ লীগের সুপার থ্রি পর্বের শেষ খেলা। এতে মুক্তবিহঙ্গ ক্লাব ৭৬-৫০ পয়েন্টে ক্যাথলিক ক্লাবকে পরাজিত করে সুপার থ্রি পর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হিসেবে লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে লীগের রানার্স আপ নির্বাচিত হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের পরিচালক মো. ইয়াকুব। সিজেকেএস সহ-সভাপতি ও বাস্কেটবল কমিটির চেয়ারম্যন এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো. ইউসুফ, মো. দিদারুল আলম, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মুজিবুর রহমান, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, প্রবীণ কুমার ঘোষ, রায়হান উদ্দিন রুবেল, ডা. তিমির বরণ চৌধুরী, আবু জাহেদ, সাইফুল আলম বাপ্পী, সাইফুল আলম খান, জাহেদ হোসেন, সিজেকএস বাস্কেটবল কমিটির ভাইস চেয়ারম্যান ফজল রেহান, যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট প্রমুখ। বিজ্ঞপ্তি