চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৩
চট্টগ্রামের চৌমুহনীর ফারুক চেম্বারে আইল্যান্ডে সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে খান ওয়াহাব শফিক আহমেদ এন্ড কোঃ-এর শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক নাকিম উদ্দিন নিশাদ ও মোহাম্মদ সাহেদ এফসিএ, এফসিএমএ ( সিনিয়র পার্টনার খান ওয়াহাব শফিক আহমেদ এন্ড কোঃ) । কর্মশালার মাধ্যমে মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারের বিভিন্ন বিষয় উপস্থাপণ করেন। এর মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীরা পুঁজিবাজারের বিভিন্ন তথ্য উপাত্ত সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে। প্রশিক্ষণ পর্ব শেষে শিক্ষার্থীর জন্য প্রশ্নউত্তর পর্ব ও মূল্যায়ণ পরীক্ষার আয়োজন করা হয়। এধরণের কর্মশালা ভবিষ্যতে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী গড়ে তুলতে সাহায্য করবে। সর্বশেষ উপস্থিত আর্টিকেল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post